Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক :: বাংলা নিউজ কানাডার আলবার্টার ক্যালগেরি সিটি কে জরুরি অবস্থার ঘোষণা করেছে ক্যালগেরির সিটি মেয়র নাহিদ ন্যান্সি কোভিড -১৯ এর কারনে। সিটি অফ ক্যালগারি সকল প্রকার পাবলিক লাইব্রেরী, জিমনেশিয়াম এবং বিনোদনমূলক কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।

এ পর্যন্ত কানাডার ভ্যানকুভারের কোভিড-১৯ আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ খবরে জানা গেছে পুরো কানাডায় এ পর্যন্ত ৪১৬ জন কোভিড-১৯ এ শনাক্ত’ হয়েছে এর মধ্যে আলবার্টা প্রভিনস এ রয়েছে ৭৪ জন।এদিকে আলবার্টায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা হওয়ার সাথে সাথে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ক্যালগেরির মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরি ফাউন্ডেশন মসজিদে লোকসমাগম এড়াতে পাঁচ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারে জুমার নামাজ স্তগিত করেছে অনির্দিষ্টকাল পর্যন্ত।প্রাইম মিনিসটার জাস্টিন ট্রুডোর তথ্য মতে COVID-19 শনাক্তকরণের জন্য আরও অধিক পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য আ্যলবারটা প্রভিনস অনলাইন পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতি কানাডার অন্যান্য প্রভিনসেও ব্যবহার করার জন্য আ্যলবারটা হেলথ সার্ভিস কাজ করছেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ মার্চ ২০২০ /এমএম


এই বিভাগের আরও সংবাদ