আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ সিএ :: করোনা ভাইরাস কোভিড- ১৯ যেভাবে বিশ্বে মহামারির মতো দ্রুত ছড়িয়ে পড়ছে তার বর্তমান অবস্থার কথা চিন্তা করে কানাডার ক্যালগেরির মুক্তবিহঙ্গ নাট্য সংগঠন তাদের পঞ্চম প্রযোজনা কারলোগোলদনির বিখ্যাত কমেডি”দা সারভেন্ট অফ টু মাস্টার্স” অবলম্বনে শ্রদ্ধেয় অসীম দাসের রচনায় “নওকার শয়তান মালিক হয়রান” নাটক টি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে । ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এক সংবাদ সম্মেলনে মুক্তবিহঙ্গ এর সভাপতি জাহিদ হক বলেন করোনাভাইরাস কোভিড-১৯ ও কানাডার বর্তমান সার্বিক অবস্থার কথা চিন্তা করে আমাদের নাটক “নওকর শয়তান মালিক হয়রান”- ২১ ও ২২ মার্চের পরিবর্তে আগামী জুলাই মাসের ৪ এবং ৫ তারিখে একই স্থানে প্রদর্শনী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকলের স্বাস্থ্যর সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্ত বিহঙ্গের সদস্য তাসফিন হোসেন ,মৌ ইসলামসহ ক্যালগেরির সুধীজনেরা।উল্লেখ্য এ বছর নাটকটির মিডিয়া পার্টনার চ্যানেল আই ও বাংলা নিউজ সিএ।শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে মুক্তবিহঙ্গ।সমাজের অসংগতি গুলোকে দূর করে সচেতনতার মাধ্যমে মানব সেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী তরুণ “মুক্তবিহঙ্গ” নামে থিয়েটারের মাধ্যমে প্রতিবছর নিয়ে আসছে তাদের নতুন নতুন প্রযোজনা। এ প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে তার সবই চলে যায় বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে।গত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লক্ষ টাকা সহায়তা করেছেন।
ইতিমধ্যে সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আলবার্টার প্রোফেসনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে কানাডার গভর্মেন্ট অফ আলবার্টা থেকে ।আর এরই প্রেক্ষিতে ইতিমধ্যে সিটি অফ ক্যালগারি দশ বছরের জন্য মুক্তবিহঙ্গ –বেঙ্গলি থিয়েটার”- নামটি ক্যালগেরির ডাউনটাউন এ অবস্থিত পাবলিক লাইব্রেরীতে খোদাই করে লেখা থাকবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ মার্চ ২০২০ /এমএম