আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: কানাডার ক্যালগেরির মুক্তবিহঙ্গ নাট্য সংগঠন শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।সমাজের অসংগতি গুলোকে দূর করে সচেতনতার মাধ্যমে মানব সেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী তরুণ “মুক্তবিহঙ্গ” নামে থিয়েটারের মাধ্যমে প্রতিবছর নিয়ে আসছে তাদের নতুন নতুন প্রযোজনা। এ প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে তার সবই চলে যায় বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে।গত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লক্ষ টাকা সহায়তা করেছেন। এ বছর তাদের পঞ্চম প্রযোজনা ক্যালগেরির বিএম ও সেন হোম রকি রিজ থিয়েটারে আগামী ২১ ও ২২ মার্চ এ কারলোগোলদনির বিখ্যাত কমেডি”দা সারভেন্ট অফ টু মাস্টার্স” অবলম্বনে শ্রদ্ধেয় অসীম দাসের রচনায় “নওকার শয়তান মালিক হয়রান” নাটক টি।
ইতিমধ্যে সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আলবার্টার প্রোফেসনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে কানাডার গভর্মেন্ট অফ আলবার্টা থেকে ।আর এরই প্রেক্ষিতে ইতিমধ্যে সিটি অফ ক্যালগেরি দশ বছরের জন্য মুক্তবিহঙ্গ –বেঙ্গলি থিয়েটার”- নামটি ক্যালগেরির ডাউনটাউন এ অবস্থিত পাবলিক লাইব্রেরীতে খোদাই করে লেখা থাকবে।সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জাহিদ হক জানান- মানুষ বড়ই একা ,এক ঘেয়েমি কর্মমুখী জীবন থেকে বেরিয়ে এসে কিছু সময় হাসি আনন্দ তে মেতে উঠবে– এ প্রত্যাশাই নওকর শয়তান মালিক হয়রান!
নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র মৌ ইসলাম জানালেন- আমরা দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছি একটি সফল প্রযোজনা দর্শকদের উপহার দেবার জন্য। আসুন আগামী ২১ ও ২২ শে মার্চ, -হাসির এই নাটকটি উপভোগ করুন। এর থেকে সংগ্রহীত সকল অর্থই বাংলাদেশের পথশিশু “মায়ের আঁচল” কে দেয়া হবে।এ বছর নাটকটির মিডিয়া পার্টনার চ্যানেল আই ও বাংলা নিউজ সিএ।সমাজের যে চরিত্র গুলো প্রতিনিয়ত আমাদের ধোঁকা দেয় তা থেকে বের হয়ে আসা এবং অসংগতি গুলো কে আঙ্গুলি দিয়ে দেখিয়ে সামাজিক কর্মকাণ্ডে মুক্তবিহঙ্গ যে অবদান রাখছে তা অব্যাহত থাকবে– এমনটাই মনে করেন ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা !
বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ মার্চ ২০২০ /এমএম