আহসান রাজীব বুলবুল, কানাডা :: কানাডার ক্যালগেরিতে মুক্তবিহঙ্গ নাট্য সংগঠন ঢাকার নাট্য চক্রের সক্রিয় সদস্য মঞ্চকর্মী ও নাট্যাভিনেত্রী তুলিকা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে মুক্তবিহঙ্গ মরহুম তুলিকা চৌধুরীর আত্মার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করে।এ সময় এক শোক সভা অনুষ্ঠিত হয়। মুক্ত বিহঙ্গের সভাপতি জাহিদ হক শোকসভায় বলেন “তুলিকা চৌধুরীর মৃত্যুতে আমরা নাট্যকর্মীরা একজন গুণী শিল্পীকে হারালাম। তার অকাল প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
মৌ ইসলাম বলেন ” যদিও আমি তাকে চিনতাম না, যতটুকু শুনেছি একজন ভালো মানুষ ছিলেন, তার আত্মার শান্তি কমনা করছি।”নাট্যচক্রের সদস্য কানাডা প্রবাসী আহসান রাজিব বুলবুল বলেন – এই শোক পূরণ হবার নয়, গত মাসেও কত কথা হয়েছে। সব সময় হাস্যজ্জল একজন ভালো মানুষ ছিলেন। দেখা হলেই “এই বুলবুল এসেছে” এই ডাক আর কখনো শুনতে পাবো না। বাস্তবতা মেনে নেওয়া আসলেই কষ্টের। তার আত্মার শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।”
এ সময় বাংলাদেশ সেন্টারে মুক্ত বিহঙ্গের সকল সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য নাট্যচক্রের জ্যৈষ্ঠ সদস্য তুলিকা চৌধুরী বাংলাদেশের স্বনামখ্যাত অভিনেত্রী লেখক ও সাংবাদিক ফাল্গুনী হামিদ এর ছোট বোন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম