Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা :: কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব আলবার্টার উদ্যোগে প্রবাসী বাঙ্গালীদের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে “কারেন্ট আউটবেরেক অফ করোনাভাইরাস” শীর্ষক এক ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ওয়াকসপ এ করোনাভাইরাসের বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন ক্যালগেরির ডা. আবু নাসের মোহন, ডা. জেমস ডিক্সন, ডা. জাকির হোসাইন এবং ডাক্তার তুরিন চৌধুরী।

করোনাভাইরাস সম্পর্কিত প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ার্কশপের আলোচকরা। এ সময় বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব আলবার্টার সভাপতি ডাক্তার ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডাক্তার জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ