Menu

কানাডার ক্যালগারিতে বাংলা থিয়েটারের আলো'মুক্তবিহঙ্গ'

অভিজিৎ সাহা :: আলবার্টার ক্যালগারিতে ৯ এবং ১০ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল মুক্তবিহঙ্গের চতুর্থ প্রযোজনা বাংলা মঞ্চনাটক ‘অমৃতের সন্ধানে’, ফ্রান্জ কাফকার জগদ্বিখ্যাত সৃষ্টি ‘The Metamorphosis’ অবলম্বনে শ্রী অসীম দাসের সম্পদনায় এই নাটকটির নির্দেশনায় ছিলেন ক্যালগারির জাহিদ হক।

মুক্তবিহঙ্গের পূর্বের প্রযোজনাগুলোর মতো এই বছরেও নাটকটির দুইটি প্রদর্শনীতেই ব্যাপক জনসমাগম ঘটে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাহিদ হক, মোহতারেমা ইসলাম মৌ, অভিজিৎ সাহা, তাসফীন হোসেন ও সুদেষ্ণা ভট্টাচার্য । সেট ডিজাইন, আলো ও আবহসংগীতের চমৎকার ব্যবহার এবং সকলের প্রাণবন্ত অভিনয় নাটকটিকে বিশেষভাবে উপভোগ্য করে তোলে। নাটকের মূল চরিত্র ‘মহীন’ এর ভূমিকায় জাহিদ হকের দুর্দান্ত অভিনয়শৈলী উপস্থিত দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়, নাটকটির ২য় প্রদর্শনীটির শেষে মিলনায়তনের সমস্ত দর্শক দাঁড়িয়ে সম্বোধন জানায় মুক্তবিহঙ্গের সবাইকে।

পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্যালগেরির নাট্যানুরাগী অনেক মানুষ নাটকটি নিয়ে তাদের উচ্ছসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কালগারির বাংলা ভাষাভাষী সংস্কৃতিপ্রেমী কিছু তরুণ তরুণীদের নিয়ে সংগঠিত ‘মুক্তবিহঙ্গ’ প্রথম থেকেই নাট্যচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে।

এ বছর তারা কাজ করেছে ‘অটিজম’ নিয়ে সামাজিক সচেতনতা তৈরিতে, সেই লক্ষ্যে গত ১৩ জানুয়ারি ক্যালগারির বাংলা সেন্টার তারা অটিজম সচেতনতা নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। মুক্তবিহঙ্গের এবারের প্রযোজনাটি ৫ বছরের অটিস্টিক শিশু রাহিল এর স্মরণে উৎসর্গ করা হয়, এবারের আয়োজন থেকে প্রাপ্ত সব অর্থ ঢাকায় অবস্থিত অটিজম সেন্টারকে দান করা হবে।

উল্লেখ্য, মুক্তবিহঙ্গের পূর্ববর্তী আয়োজনগুলোর টিকেট বিক্রি থেকে থেকে প্রাপ্ত সবার অর্থ তারা ঢাকায় অবস্থিত মায়ের আঁচল নামক পথশিশু সংস্থায় দান করে। আগামী দিনগুলোতেও মুক্তবিহঙ্গ নাট্যচর্চার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলানিউজসিএ/ঢাকা/১৪ মার্চ ২০১৯/ইএন


এই বিভাগের আরও সংবাদ