Menu

আহসান রাজিব বুলবুল, কানাডা :: কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্যালগেরির বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং স্বাধীনতার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কাজী এহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালগেরির সুধীজনেরা।

আলোচনা সভায় বক্তারা বলেন বাঙালি জাতির হাজার বছরের গৌরব ‘ বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড অস্তিত্ব প্রতিষ্ঠার চির স্মরণীয় দিন।নয় মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।

বক্তারা আরো বলেন আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্র কে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে।

অনুষ্ঠানটির পরিকল্পনা এবং উপস্থাপনায় ছিলেন রিতা কর্মকার। প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যালগেরির বাংলাদেশ সেন্টার।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ ডিসেম্বর ২০১৯ /এমএম


এই বিভাগের আরও সংবাদ