Menu

আহসান রাজিব বুলবুল, কানাডা :: ক্যালগেরির স্ক্যান্ডেনেভিয়ান সেন্টারে অনুষ্ঠিত হলো জেরীন তাজের অংকন আর্ট স্কুলের আয়োজনেএকটি মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা ও নাটক “কাক ও কোকিলের” গল্প মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের সিংহভাগ জুড়ে আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা অভিনয়, নাচ ও গানের মাধ্যমে দর্শকের বিনোদিত করেছে। বায়াজীদ গালিবের লেখা নাটক কাক ও কোকিলের গল্প দিয়ে অনুষ্ঠানের শুরু। নাটকের চরিত্ররা সবাই একটি বনের বাসিন্দা। তারা সেজেছিল বিভিন্ন রূপে, কাক, হাঁস, হরিণ, ময়ূর, খরগোশ ও প্রজাপতি। তাদের চমৎকার অভিনয় ও সংলাপ প্রক্ষেপণ দর্শকদের মুগ্ধ করেছে। উল্লেখ্য নাটকটির নির্দেশনায় ছিলেন খায়ের খোন্দকার রুবেল ও ঝুমকা দত্ত, শব্দ ধারণে আবীর খন্দোকার ও শব্দ সংযোজনে তীর্থ সান্যাল।

প্রবাসে বাঙালিরা তাদের কর্মব্যস্ত জীবনের অবসরে ফেলে আসা মাতৃভূমিকে প্রতিনিয়ত অনুভব করেন। সে অনুভব থেকেই তাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে চান দেশের কৃষ্টি, সংস্কৃতি ও শিল্পের সাথে। ক্যালগেরীতে এ কাজ যারা নিরলস, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন প্রিয় চিত্রশিল্পী ও ভাস্কর জেরীন তাজ। এ কাজটি আরো ভালোভাবে করার জন্য তিনি ক্যালগেরীতে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেছেন। তার প্রেরণায় ও প্রশিক্ষণে এ স্কুলে শিশুরা তাদের পরিচিত পরিবেশের পাশাপাশি আঁকে বাঙলার মাঠ, নদী, গাছপালা, কুঁড়েঘর ও মেঠোপথের ছবি। বাঙলার সৌন্দর্যকে তিনি মূর্ত করে তোলেন তাদের হাত দিয়ে।

অনুষ্ঠানটির আয়োজক ও অংকন আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর জেরিন তাজ জানালেন-দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ দেশের কথা ভুলি কি করে, আর তাইতো ছোট ছোট শিশু-কিশোরদের অংকন এর মধ্য দিয়ে আমার বাংলার সেইরূপ খুঁজে পাবার প্রয়াসে আজকের এই আয়োজন।

নাটকের পর উজ্জ্বল শিশুরা একের পর এক গান গেয়ে গেলো সাবলীল ভঙ্গিতে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্যালগেরির স্বনামধন্য কণ্ঠশিল্পী রীতা কর্মকার। গানের সাথে তবলায় ছিলেন অভিজিৎ চ্যাটার্জি।

মঞ্চের সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিল তীর্থ সান্যাল। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ক্যালগেরির স্বনামধন্য চিত্রশিল্পী Karen Hamphrey, ক্যালগেরি বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী আহসানুল করিম, সাধারণ সম্পাদক মোহম্মদ রশিদ রিপন ও বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল্লাহ রফিক।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের আঁকা চিত্র ও ভাস্করের প্রদর্শনীর আয়োজন করা হয়। তাদের শিল্পকর্মে দর্শক মুগ্ধ হয়েছেন। প্রতিবারের মত এবারো শিশুরা তাদের পর্ব শেষ করে সম্মিলিত কণ্ঠে “We Shall Overcome…” “আমার করবো জয়…” গানটি দিয়ে। সবশেষে আর্ট স্কুলের অন্যতম শিক্ষার্থী ও ক্যালগেরির বিশিষ্ট কণ্ঠশিল্পী রীতা কর্মকারের একক পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের সম্মোহিত করে রেখেছিল।

বাংলানিউজসিএ/ঢাকা/২১ নভেম্বর ২০১৯/এমএম


এই বিভাগের আরও সংবাদ