Menu

আহসান রাজিব বুলবুল, কানাডা :: বরফাচ্ছন্ন কানাডার ক্যালগেরিতে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা পালিত হল সিলভার স্প্রিং কমিউনিটি হলে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে উৎসবে যোগ দিয়েছিলেন বিদেশিরাও।

সুখ শান্তি ও সমৃদ্ধির আশ।য় মা লক্ষ্মীর আরাধনা এবং বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে ক্যালগেরির প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মালম্বী মহিলাদের উদ্যোগে সিল্ভার স্প্রিং কমিউনিটি হলে আয়োজন করা হয় এই লক্ষ্মী পূজার।

আলোক উজ্জ্বল আর সুক্ষ ছোঁয়ায় সাজানো হয়ে ছিল পূজামণ্ডপ। নানা মাত্রিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবে মা লক্ষ্মীর কাছে সম্মিলিতভাবে আরাধনা করা হয়। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পূজামণ্ডপ হয়ে উঠে মিলন মেলার। উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছিলেন শিশু-কিশোর ও প্রবাসী স্বনামধন্য শিল্পীরা।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডার সনাতন ধর্মাবলম্বী বাঙ্গালিরা এখন লক্ষীপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে প্রার্থনা করেছেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ অক্টোবর ২০১৯/ এমএম


এই বিভাগের আরও সংবাদ