আহসান রাজিব বুলবুল, কানাডা :: কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু পরিষদের ক্যালগরি কমিটি গঠন করা হয়। সভাটি পরিচালনা করেন কমিটির সভাপতি আবদুল্লাহ রফিক।
নিম্নলিখিত সদস্যকে সংগঠনটির নির্বাহী দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে।
আবদুল্লাহ রফিক, সভাপতি.
মোশারফ হোসেন, সহ-সভাপতি
বাইয়াজিদ খান , সহ-সভাপতি
আবদুল সালাম, সহ-সভাপতি
মোহাম্মদ কাদের, সহ-সভাপতি
অ্যান্টনি জ্যাকব, সহ-সভাপতি
কাজী মাহফুজুল হক মিনু, সহ-সভাপতি,
সাহাদাত রহমান, সাধারণ সম্পাদক
রিপন তালুকদার,যুগ্ম সচিব
তাসফীন হুসেন (তপু),যুগ্ম সচিব
শারমিন মমতাজ, কোষাধ্যক্ষ
মৌঃ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক
শারমিন সুলতানা আরজু, মহিলা সম্পাদক
তাশফীন হুসেন (তপু), সাংগঠনিক সম্পাদক
মোশারেফ হোসেন, মাসুদ, অফিস সম্পাদক
উল্লেখ্য বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধুর ১০০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে
আগামী বছর মার্চ মাসে এক বিরাট কর্মসূচি হাতে নিয়েছে।এ উপলক্ষে একটি উদযাপন কমিটিও গঠন করা হয়েছে। উদযাপনকারী কমিটির সদস্যরা হচ্ছেন:
খায়ের খন্দকার, প্রধান সমন্বয়ক
শুভ্র দাস শুভ, সমন্বয়কারী
মৌঃ ইসলাম,সমন্বয়কারী
তাশফীন হুসেন (তপু), সমন্বয়কারী
আবির খন্দকার, সমন্বয়কারী
শাহাদাত রাহমান, সমন্বয়কারী
রিতা কর্মকার, সমন্বয়কারী
উপরোক্ত কমিটির সদস্য নিম্নলিখিত সদস্যদের উপস্থিতিতে নির্বাচিত হয়েছেন:
আহমেদ তৌফিক.
শারমিন মমতাজ (কুইন).
মুহতামেনিয়া ইসলাম.
মোহাম্মদ শহীদুল হক.
জুলফিকার ইসলাম.
আবদুল সালাম.
মোহাদ্দেদ কাদের.
জাফর সেলিম.
আলতাকিমুল করিম, রাব্বি.
মিনু মইনুল.
কাজী মাহফুজুল হক, মিনু.
আবুল কালাম আজাদ.
আবদুল্লাহ রফিক.
মোশারফ হোসেন.
বাইয়াজিদ খান.
আবদুল সালাম.
মোহাম্মদ কাদের.
অ্যান্টনি জ্যাকব.
কাজী মাহফুজুল হক মিনু.
সাহাদাত রহমান.
রিপন তালুকদার.
তাসফীন হুসেন (তপু).
শারমিন মমতাজ.
মৌঃ ইসলাম.
শারমিন সুলতানা আরজু.
তাশফীন হুসেন (তপু).
মোশারেফ হোসেন, মাসুদ.
আজিম মুর্তজা.
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ অক্টোবর ২০১৯/ এমএম