Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোতে প্রচন্ড তুষার ঝড় ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টরন্টো ও বৃহত্তর জিটিএজুড়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড় আঘাত হেনেছে। কানাডার জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। বিরল কমলা রঙের সতর্কতা জারি করা হয়েছে, যা গুরুতর ঝড় ও জননিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটায় অনেকেই ঘর থেকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

ঘণ্টায় ৫–১০ সেন্টিমিটার হারে তুষারপাত, ৫০ কিমি/ঘণ্টা গতির দমকা হাওয়া এবং তীব্র বরফঝড়ে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। ফলে সড়ক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।

ঝড়ের প্রভাবে সোমবার টরন্টোর সব পাবলিক ও ক্যাথলিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত পরীক্ষাগুলো পরবর্তী তারিখে নেওয়া হবে।

ঝড়ের প্রভাবে শতাধিকের বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অন্যদিকে বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে না পারায় ফ্লাইট বাতিল করা হয়েছে।এ ছাড়াও ব্যপকভাবে গণপরিবহন চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে সতর্কতামূলক আবহাওয়া বার্তা দেয়া হচ্ছে। শহর কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, ঘরে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে। তুষার পরিষ্কার কার্যক্রম চললেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানানো হয়েছে। শহরের প্রধান প্রধান রাস্তাঘাটসহ তুষারপাতে বিপর্যস্ত এখন কানাডার টরেন্টো শহর।

প্রবাস বাংলা ভয়েস /কানাডা/২৭ জানুয়ারি ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ