অমিত কুমার উকিল, সাস্কাচুয়ান প্রতিনিধি, কানাডা :: বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান (BSAUS) এর সার্বিক সহযোগিতায় উদযাপিত হয়েছে “বিজয়ের উল্লাস-২০২৫”।
ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান এর এডুকেশন বিল্ডিং এ কানাডার স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশী ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের পরিচালনায় মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়।
বিকাশের সভাপতি আরিফুর রহমান এবং সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান চৌধুরী ১৯৭১ এর ১৬ ডিসেম্বরের বিজয়ের ধারায় পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলকে এই বৈরি পরিবেশেও নিজেদের কমিউনিটিকে এগিয়ে নেয়ার জন্য ধন্যবাদ জানান।সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন খাবার আর পোশাকের দোকানে মেতে উঠে প্রবাসীরা।
আয়োজকরা জানান, আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানটি প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ ডিসেম্বর ২০২৫ /এমএম








