অমিত কুমার উকিল, সাস্কাটুন প্রতিনিধি, কানাডা :: কানাডার স্থানীয় সময় ২১ডিসেম্বরে রবিবার দুপুর ২টা থেকে সাস্কাটুনে স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আটটি দেশের বাচ্চাদের নিয়ে চিল্ড্রেন কার্নিভাল ২০২৫।দুপুর থেকে বিভিন্ন দেশের শিশুদের নিয়ে এই ধরনের আয়োজন সাস্কাটুনে এই প্রথম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, রাশিয়া, ফিলিপাইন, লেটিনা সহ বিভিন্ন দেশের শিশুরা কার্নিভালে অংশগ্রহণ করেন।
কার্নিভাল অনুষ্ঠানে ছিল বিভিন্ন দেশের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের ফান গেমস, গিফট, ইনডোরে বিভিন্ন ধরনের খেলাধুলা, ছবি তোলা, ফ্রি খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।সন্ধ্যা সাতটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিশুরা তাদের নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। উপস্থিত দর্শকবৃন্দ মুগ্ধ হয়ে উপভোগ করেন সাংস্কৃতিক উপস্থাপনা।এসব সৃজনশীল কার্যক্রমে কোমলমতি শিশুদের মাঝে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, বিভিন্ন দেশের সংস্কৃতি ও দেশকে জানার আনন্দ ও সৃজনশীলতার প্রাণবন্ত প্রকাশ।অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু শিশুদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক নয়, বরং নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।
আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান কানাডায় বেড়ে উঠা শিশু কিশোরদের নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশের ভাষা, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সেতু বন্ধন তৈরি করতে সহায়ক হবে। তাঁরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২২ ডিসেম্বর ২০২৫ /এমএম







