Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশী ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের পরিচালনায় মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালগেরির সুধীজনেরা। এ সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড অস্তিত্ব প্রতিষ্ঠার চির স্মরণীয় দিন।

বক্তারা আরো বলেন: আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে। সন্ধ্যায় শুরু হওয়া
অনুষ্ঠানটি প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ সেন্টার।আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের এই আয়োজন অব্যাহত থাকবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ ডিসেম্বর ২০২৫ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ