আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরন্টোতে স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সন্ধ্যায় টরন্টো ২৫২৫ ড্যানফোর্থ এভিনিউ হোপচার্চ মিলনায়তনে মুক্তমঞ্চের উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস।প্রচন্ড ঠান্ডা কে উপেক্ষা করে মানুষের ঢল মিলিত হয়েছিল ঐক্যের ভাষায়, দেশপ্রেমের ভাষায়। আবৃত্তিকার হিমাদ্রী রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম। সকলের আবেগ ঘন উপস্তিতিকে স্বাগতম জানিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি।স্বাগত বক্তব্যের পরপরই ১৬ ডিসেম্বর ১৯৭১ রেসকোর্স ময়দানের ঘটনা প্রবাহের ধারা বিবরণীর উপর ইংরেজিতে সংকলিত ধারা বর্ণনা পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুনিম আহমেদ।গ্রন্থানায় ছিলেন ড: শামীম আহমেদ। ইংরেজি বর্ণনা শেষে ড:শামীম আহমেদ বিষয়ের উপর আলোকপাত করে বর্ণমালা ও অরুণিমকে ধন্যবাদ জানান। উপস্থিত দর্শক বিষয়টি খুব গভীরতা দিয়ে গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে ছিলো জাগরণের গান।পরিচালনায় ছিলেন নাহিদ কবির। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন
চিত্রা সরকার, নাহিদ কবির, মৈত্রেয়ী দেবী, ইভা নাগ, শিখা আখতারী আহমাদ, তানিয়া নূর, সোহানা আমিন, রাশিদা এলাহী, গৌরী দাস, নিঘাত মর্তুজা, আশরাফুন নাহার,এনামুল কবির, পার্থ সারথি সিকদার, নবিউল হক, গোলাম মোস্তফা, সাখাওয়াত আহমেদ, সুভাষ দাশ , শরিফুর রহমান জুয়েল, জহুরুল ইসলাম এবং যন্ত্রানুসঙ্গ শিল্পী রূপতনু শর্মা, শিল্পী চিন্ময় কর।
হিমাদ্রী রায় মুক্ত মঞ্চের পক্ষ থেকে মাসব্যাপী শিল্পীদের নিয়ে অনুশীলনের জন্য পার্থ সারথি সিকদার ও চিত্রা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে উৎসর্গঃ করে তৃতীয় পর্বে ছিলো কবিতা আগুন বুকের স্লোগান। অংশ নেন তানিয়া নুর, শিখা আখতারি আহমাদ, মানবি মৃধা, তাপস কর্মকার এবং অনুরাগ আহমেদ।
শেষ পর্বে নৃত্য শিল্পীদের নান্দনিক পরিবেশনা দর্শকদের স্পন্দনে জাগরণের ঝংকার তুলে। নৃত্য পর্বে ছিলেন সিমা বড়ুয়া, ডালিয়া আহমেদ, সাইদা লিসা, সুকন্যা চৌধুরী, সুবাহ জামান ,আস্থা জাহান ,চিত্রা দাস,আরাশি দাম, মেধা দেবনাথ শ্রেয়া সরকার, উপনীতা দাস,প্রার্থনা দেব, নয়মী শ্রেয়া, গার্গি লাহিড়ী, মৌমিতা পাল, পারমিতা তিন্নি, টিয়ারা সেন।সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের আহবায়ক ছিলেন নাহিদ কবির। বিষয় ভাবনায় ছিলেন -হিমাদ্রী রায়। সার্বিক তত্ত্বাবধানে কবি দেলওয়ার এলাহী। আপ্যায়নে ছিলেন সংগঠক এলিনা মিতা। কবি হোসনে আরা জেমি, আরিয়ান হক,শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ড্যানফোর্থ সাউন্ড, মঞ্চ ভাবনায় – মাহমুদুল ইসলাম সেলিম এবং মঞ্চ সজ্জায়- যতীন্দ্র বিশ্বাস।আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের মধ্যে।আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানটি প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় মুহূর্তেই হয়ে উঠে একখণ্ড বাংলাদেশে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ ডিসেম্বর ২০২৫ /এমএ









