Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা :: বরফাচ্ছন্ন কানাডার ক্যালগেরিতে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব চলছে সাউথ ভিউ কমিউনিটি হলে। প্রবাসী বাংলাদেশীদের সাথে উৎসবে যোগ দিচ্ছেন বিদেশীরাও।

মা দূর্গার আগমনে প্রতিক্ষা হলো সারা, ভুবন জুড়ে খুশির আমেজ ভালবাসায় ভরা এবং বাংলা সাংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে ক্যালগেরির বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরি সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে আয়োজন করে শারদীয় দুর্গোৎসব।

বাংলার সাংস্কৃতিকে তুলে ধরতে আলোক উজ্জ্বল আর সুক্ষ ছোঁয়ায় সাজানো হয়েছে পূজা মন্ডব। নানা মাত্রিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদীয় উৎসবে চলছে দেবী দূর্গার আরাধনা। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পূজা মন্ডব হয়ে উঠছে মিলন মেলার। উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় প্রবাসী স্বনামধন্য শিল্পীরা।

বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির সভাপতি প্রণব দাস জানান, দুর্গতি বিনাশ করার জন্য তার আবির্ভাব, তাই দেবীর নামকরণ ‘দুর্গা’। নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুুলে ধরাই আমাদের উদ্দেশ্য।

বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা জানালেন, আমরা চাই মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকতে, আজকের এই শুভ দিনে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।

বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির এক্সিকিউটিভ কমিটির সদস্য সুব্রত বৈরাগী জানালেন প্রতিবছরই আমরা বাংলাদেশের আবহে চেষ্টা করি আমাদের পূজা সম্পন্ন করতে, অশুভর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সমগ্র বিশ্বে শান্তি বিরাজ করুক।

বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির এক্সিকিউটিভ কমিটির সদস্য দেবাশীষ রায় জানালেন, আজকের এই শুভ দিনে আমরা চাই মায়ের আশীর্বাদে দেশ ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করুক, আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠুক, ভালো থাকুক বিশ্ববাসী।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডার সনাতন ধর্মাবলম্বী বাঙ্গালীরা এখন দূর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। দেবীর পায়ে অঞ্জলী আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ আর শান্তি কামনা করে প্রার্থনা করেছেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা।

বাংলানিউজসিএ/ঢাকা/৫ অক্টোবর ২০১৯/ইএন


এই বিভাগের আরও সংবাদ