Menu

শুভ্রতার উৎসব আর মাত্র ক’টা দিন

বাংলানিউজসিএ ডেস্ক :: আবহাওয়ায় গরমের ভাব তেমন একটা নেই। তার বদলে বইছে ফুরফুরে বাতাস। রোদের তেজেও যেন কিছুটা শালীনতা এসেছে। অন্যদিকে আকাশের রঙেও নীলের পরিমাণ বেড়েছে। এমন আবহাওয়ায় এবারও শরৎ এসেছে।

আশ্বিনের অর্ধেক পার। এমন স্নিগ্ধ ঋতুটি পসরা গুটাবে আর মাত্র ক’দিন বাদেই। আহা রে! শরতের এ আবহাওয়া আমাদের জীবনযাপনেও কিছুটা পরিবর্তনের ছোঁয়া দিয়ে গেছে। বিশেষ করে খাওয়া-দাওয়া বা চলাফেরায়। তবে খাওয়া-দাওয়া বা চলাফেরার প্রসঙ্গের আগে আসুন চোখ রাখি শরতের প্রকৃতিতে।

শরৎ যেন অনেকটা শুভ্রতারই উৎসব। আর এ উৎসবের অন্যতম প্রতীক হিসেবে কাশফুলের বন বা কাশবন অতি পরিচিত দৃশ্য। এটা শরতের ফুল। নদীর তীরে কিংবা খালবিলের পাড়ে কাশফুলের দোল খেলা যেন শরতের কথাই মনে করিয়ে দিয়েছে।

তবে কনক্রিটের এ শহরে নদীর তীর বা খালবিল যেমন কম বা নেই, তেমনি নেই কাশবনও। কিন্তু গ্রামে নদীর পাড়ে ঠিকই চোখে পড়ে। অবশ্য এখন তো আমাদের নদীর সংখ্যাও কম। কোথায় হারিয়ে গেল সেই ‘তের শত নদী’! নদী গবেষকদের মতে ষাটের দশকেও বাংলাদেশে ৭৫০টি নদী ছিল। সেখান থেকে কমে এখন তা দাঁড়িয়েছে ২৩০টিতে। অর্থাৎ মাত্র ৫০ বছরে আমরা আমাদের দেশ থেকে ৫২০টি নদী হারিয়ে ফেলেছি। মূলত ব্যক্তি সচেতনতার অভাবে আমাদের নদী আমরাই মেরে ফেলছি। অন্যদিকে আকাশ ছোঁয়া দালানের জন্য তুলার মতো পেঁজা পেঁজা মেঘের ভেসে বেড়ানোও এ শহরের আকাশে তেমন দেখা যায় না। তবে এ শহরে না হোক, আশপাশে বা গ্রামের আকাশে ঠিকই এর ঠিকানা পাওয়া গেছে।

কাশবনের পাশাপাশি শরৎ ঋতুর আরেকটি প্রতীক হিসেবে শিউলি বা শেফালি ফুলের ঘ্রাণ প্রকৃতিতে বেশ জানান দেয়। সাদা আর কমলার রঙের মিশেল ছোট ছোট শিউলি ফুল ফোটে শরতের রাতে। আর ঝরে পড়ে ভোরবেলায়। গাছতলায় বিছিয়ে থাকা শিশির ভেজা শিউলি ফুল দেখে পথিক বুঝে নেন শরৎকাল চলছে। কেউ কেউ এ ফুল কুড়িয়ে নিয়ে মালা গাঁথেন। সত্যিই শিউলি ফুলের মতো এমন মিষ্টি ঘ্রাণ এদেশের অন্য ফুলে কমই আছে।

শরতের আরেক ফুল কামিনী। এটাও রাতে ফোটে, ভোরে ঝরে। সাদা রঙের ছোট আকৃতির এ ফুলটির ঘ্রাণও মুগ্ধকর। এছাড়া সাদা রঙের ছামিত শরতের আরেক ফুল। দূর থেকেই এর দারুণ গন্ধ অনুধাবন করা যায়। এসবের পাশাপাশি শরতের আরও ফুল আছে। তার মধ্যে একটি হল নীলপদ্ম।

শরতে প্রকৃতির এ উৎসবের পাশাপাশি শরতের সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপূজা বা শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মীদের প্রধান বার্ষিক উৎসব। শরতের দ্বিতীয় মাস আশ্বিনে এ উৎসব অনুষ্ঠিত হবে।

শরৎ ঋতু ধরা পড়েছে রবীন্দ্রনাথের গান বা কবিতায়ও। তিনি গানে লিখেছেন-‘তোমায় দেখেছি শারদ প্রাতে’। তার কবিতা- ‘এসেছে শরৎ’

এসেছে শরৎ হিমের পরশ/লেগেছে হাওয়ার পরে/সকাল বেলায় ঘাসের আগায়/শিশিরের রেখা ধরে। আমলকীবন কাঁপে যেন তার/বুক করে দুরু দুরু/পেয়েছে খবর পাতা খসানোর/সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো/টগর ফুটিল মেলা/মালতীলতায় খোঁজ নিয়ে যায়/মৌমাছি দুই বেলা।

কবি জীবনানন্দ দাশ পিয়তমাকে বর্ণনা করেছেন শরতের চরিত্রের সঙ্গে। অন্যদিকে কাজী নজরুল ইসলাম লিখেছেন-

শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ

এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথী কই…।

শরৎ নিয়ে এমন আরও অনেক লেখা আছে বিভিন্ন লেখকের।

প্রকৃতির মতো জীবনযাপনেও পড়ে শরতে প্রভাব। ফ্যাশন ডিজাইনার ফয়েজ হাসান বলেন, শরতের এ সময়ে পোশাকে নীল বা হালকা রঙের আবেশ থাকলে ভালো লাগবে। আর এ সময়ে গরম কম পড়ে তাই সুতি জাতীয় পোশাক শরীরের জন্য উপযোগী।

চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের সময় অনেকেরই সর্দি-কাশিসহ ছোটখাটো অসুখ ভোগ করেন। বিশেষ করে শিশুদের বেলায় এটা বেশি লক্ষণীয়। তাই এ সময়ে সাবধানতা অবলম্বন করাই উত্তম। বিশেষ করে শরীরে বেশি ঠাণ্ডা না লাগান বা বেশি বেশি ঠাণ্ডা পানি না খাওয়া ভালো। আর যে কোনো অসুখেই হোক, চিকিৎসকের পরামর্শ নেয়াটা অতি জরুরি।

নাগরিকদের শরতের স্নিগ্ধতার পরশ দিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শরৎ উৎসবের আয়োজন করে থাকে নগরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছায়ানট, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন শরৎ উৎসবের আয়োজন করেছিল। এসব উৎসব সাজান হয় গান-কবিতা-নাচসহ নানা আয়োজনে।

তবে শরতের প্রকৃত রঙ উপভোগ করতে আসতে হবে গ্রামে। ঘুরতে হবে নদীর পাড়ে। যেখানে শিশির ভেজা শিউলি ফুলের ঘ্রাণ নেয়া যাবে। বিদায়ী শরতে দেখা যাবে সাদা কাশবনের ঢেউ খেলান নাচন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ অক্টোবর ২০১৯/ এমএম


Array