Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার স্থানীয় সময় গত ৪ জুন বিকাল ৪ টার দিকে অন্টারিওর পিকারিং শহরের সন্নিকটে, জারিফ ইবরাজ আহসান নামের ২১ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এর পর তাঁকে সানিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় লাইফ সাপোর্টে।হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ (১০ জুন) দুপুরে জারিফ ইবরাজ আহসান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জারিফ ইবরাজ আফসান কানাডায় পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলো। তাঁর বাবা বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার পাইলট সাঈদ মোহাম্মদ আহসান। মা তাইফা জুবায়ের কানাডায় আর্লি চাইল্ড এডুকেটর হিসেবে কর্মরত।কানাডার স্থানীয় সময় আগামীকাল ১১ জুন দুপুরে পিকারিংইসলামিক সেন্টারে তাঁর নামাজে জানা অনুষ্ঠিত হবে।তাঁর মৃত্যুর খবর কমিউনিটিতে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৫ জুন ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ