বাংলা নিউজ সিএ ডেস্ক :: আমাদের ভাষা নিয়ে কথা উঠলেই সবার আগে উঠে আসে বাংলা মায়ের দামাল ছেলেদের কথা। বরকত, জব্বার, রফিক, সালাম, শফিউর, আউয়াল, অহিউল্লাহ, এবং আরো অজ্ঞাত মায়ের অজ্ঞাতনামা ছেলের কথা। তাদের জীবনের বিনিময় আমরা পেয়েছি বাংলা ভাষা। সারা বছর বাংলা নিয়ে চর্চা না করলেও ফেব্রুয়ারি আসলেই আমরা আমাদের মনের মধ্যে লুকিয়ে রাখা ভাষার প্রতি ভালোবাসাকে প্রকাশ করে থাকি। এছাড়া একুশে ফেব্রুয়ারিতে সারা দেশ একসাথে ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে।
তো যাদের জন্য বা যাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে পেলাম সেই তাদেরই প্রতিচ্ছবি, অর্থাৎ বাংলার ছেলেদের কেনো ভাষা দিবসের ফ্যাশন থেকে পিছিয়ে থাকবে? জি, তাই আজ আমরা বাংলা মায়ের দামাল ছেলেদের জন্য আয়োজন করেছি ভাষা দিবসের ফ্যাশন নিয়ে।
সারা দেশের ফ্যাশন হাউজগুলো একযোগে আয়োজন করেছে নানা রকম পোশাকের। যার থিম ও মটিভ হচ্ছে একুশে ফেব্রুয়ারি।
ভাষার মাসের বিশেষ রঙ হিসাবে সাদা আর কালো আমাদের ভাবনার জগতকে অধিকার করে আছে। সেই সাদা আর কালোর সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরো যোগ করা হয়েছে লাল, অ্যাশ আর অফ হোয়াইট।
ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক ও অ্যামব্রডারিতে করা হয়েছে জমিন অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেয়ার চেষ্টা করা হয়েছে নানান অনুষঙ্গের সন্নিবেশে।
তরুণ প্রজন্মের ফ্যাশন ভাবনাকে আরও উজ্জীবিত করতে মহান একুশের থিমে প্রভাত ফেরি, একুশের অনুষ্ঠানের জন্য এবারের কালেকশনে থাকছে কালো ও লাল রঙ। সুতি, সিল্ক ও মসলিনের পাঞ্জাবি লাইনআপে প্রাধান্য পেয়েছে এমব্রয়ডারি ও লেইসের কারুকাজ।
শুধু মাত্র পাঞ্জাবি বা ফতুয়ার মাঝে সীমাবদ্ধ নেই এবারের ভাষা দিবসের সাজ। বিভিন্ন ধরনের টি-শার্ট পাবেন। যেখানে বর্ণমালা, মানচিত্র, দেশের কবিতা ও গান পাবেন তুলির আঁচড়ে। এছাড়া পাবেন স্কিন প্রন্ট, স্প্রে ও এবসের কাজ করা টি-শার্ট।
অনেকেই বলে থাকেন সারা বছর কোনো খোজ থাকে না শুধু ফেব্রুয়ারি আসলেই ভাষার প্রতি প্রেম। আসলেই কি তাই? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো সারা বছর ভাষা দিবস পালন করতে আপনার নিজেরই কেমন লাগবে? একটা দিনকেই বিশেষভাবে পালন করুন না। সারা বিশ্বকে দেখিয়ে দিন ফেব্রুয়ারি শুধু আমাদের মাস। আর একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের। সূত্র: পরিবর্তন
বাংলানিউজসিএ/ইনএন/২০ ফেব্রুয়ারি ২০১৯ইং