Menu

টোকিওতে ‘বাংলাদেশ নাইট-২০১৯’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বাংলানিউজসিএ ডেস্ক :: টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও ফরেন করেস্পন্ডেন্টস ক্লাব অফ জাপানের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ নাইট -২০১৯’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাবটির নতুন ভবনে এ অনুষ্ঠানে টোকিওতে কর্মরত জাপানি ও বিভিন্ন দেশের শতাধিক সাংবাদিক, সম্পাদক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়নের রূপরেখা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ প্রাধান্য দিয়ে বাংলাদেশের ট্রান্সফরমেটিভ ডেভেলপমেন্টের উপর মূল প্রবন্ধ আলোচনা করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস রাবাব ফাতিমা।

জাপান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দু’দেশের এই সম্পর্কের ভিত্তি গড়ে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জাপানকে উন্নয়নের রোল মডেল হিসাবে আখ্যায়িত করেছিলেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন এবং পর্যটন কেন্দ্রিক ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেন। অতিথিগণ এই আয়োজনকে ফরেন করেস্পন্ডেন্টস ক্লাব অফ জাপান কর্তৃক আয়োজিত অনিন্দ ও অন্যতম সুন্দর অনুষ্ঠান হিসাবে আখ্যায়িত করেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৫ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ