Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কানাডা প্রতিনিধিকানাডায় প্রথম বারের মতো বাংলাদেশি মালিকানায় থ্রি-স্টার হোটেল চালু হতে যাচ্ছে। মধ্য সাসকাচোয়ান প্রদেশের এয়ারপোর্টের অদূরে অবস্থিত হোটেলটি নাম ‘সাসকাচোয়ান ইন অ্যাণ্ড কনফারেন্স’।এ নিয়ে গত মাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হোটেলের মালিক মো. হাসান, আরিফ রহমান, কামান নাশিস দেব, কানাডায় বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান, কনসুলার জেনারেল লুৎফর রহমান, বাংলাদেশ-কানাডা পার্লামেন্ট ফ্রেন্ডশিপ কমিটির চেয়ারপার্সেন ব্রাড রেড কফ ও শীর্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ আগস্ট ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ