Menu

কানাডায় প্রবাসীদের ঈদ উদযাপন

বাংলানিউজসিএ ডেস্ক :: কানাডায় আনন্দমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাঙালিরা। ঈদের দিনে প্রবাসী বাঙালিরা মিলিত হচ্ছেন একে অন্যের সঙ্গে।

কানাডাপ্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ শেষে চলে যান কোরবানি দিতে। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত ফার্মগুলোতেই কোরবানি দিয়েছেন প্রবাসীরা।

ঈদের দিন ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। মসজিদে নামাজ শেষে পরিবার-পরিজন নিয়ে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে বের হয়েছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে উঠেছেন নানা গল্প-আড্ডায়।

ক্যালগেরি, অটোয়া, টরেন্টো, মনট্রিলসহ কানাডাজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনের এই আড্ডার পাশাপাশি চলছে ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবারের আয়োজন।

এবিএম কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড.মো. বাতেন বলেন, বাংলাদেশের মত আনন্দ করে এখানে ঈদ হয় না। আমরা প্রবাসী বাঙালিরা একে অন্যের বাড়িতে যাই, শুভেচ্ছা বিনিময় করি। রোমান্থন করি দেশের সেই সময়ের স্মৃতি। আমাদের নতুন প্রজন্মের অনেকেই আমাদের সময়কার সেই ঈদের আনন্দ বুঝতে পারবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা।

বেঙ্গল ফার্মেসি ও কমিউনিটি জী বাংলাদেশি ফার্মেসি গ্রুপের চেয়ারম্যান ও স্বত্তাধিকারী ড. ইব্রাহিম খান বলেন, সবাই আছে শুধু সময়টাই নেই। ঈদের দিন সময় বের করে বাংলাদেশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ফোনে কথা হয়। শুধু এতটুকুই। তবু প্রবাসের ঈদ পরিবার-পরিজন নিয়ে উপভোগ করি, আনন্দ করি।

বাংলানিউজসিএ/ঢাকা/১৩ আগস্ট ২০১৯/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ