Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  অসহায় মানুষের মুখে হাসি ও প্রবাসে বাঙালি সংস্কৃতিকে বুকে লালন করে পথ চলা সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে অ্যাসোসিয়েশনের অভিষেকে বসে সুনামগঞ্জসহ বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা।

জমকালো আয়োজনের অনুষ্ঠানে গানে সবাইকে মুগ্ধ করেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ মুতালিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় সংগঠনের নতুন কমিটির সবাইকে সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শারমিন তানিমের পরিচালনায় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী ও পৃথা দেব।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক আজাদ খান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহি উদ্দিন, উপদেষ্টা শাহ টিপু সুলতান, ড. শাফিউল আলম, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিফতা উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, লুৎফুর রহমান, সমজিদ আলম, শাহাব উদ্দিন, মোহাম্মদ আজিজ সুমন, এখলাছুর রহমান, শাহ অপু আহমদ, শামসুল হুদা পাশা, হেলাল খান, শামসুল হক, কাজল মিয়া, জাইক আহমদ, অ্যাডভোকেট নুরুল হাসান পারভেজ, আব্দুল বাচিত মধু, জুবায়ের আহমদ, রাব্বি আলম, মাহবুব রাব্বি খান, আমীন উদ্দিন, অপু মিয়া, শুয়েব খান, মারুফ খান, সৈয়দ মহি উদ্দীন, কবিরুজ্জামান কবি, সাব্বির আহমদ, ছুরত আলী, জাকির হোসেন, আলী আহসান, শুয়েব আহমদ, নজরুল ইসলাম জিতু, আমিনুল রশীদ চৌধুরী, মামুন খান, আব্দুল মাবুদ, সালেহ আহমদ বাদল, রুম্মান চৌধুরী ইভান, আরিফ জামান জিসান প্রমুখ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ