Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার ট্রেনিং ইনস্টিটিউটে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত ,প্রাণবন্ত, নির্ভীক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন।

ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ও মহাব্যবস্থাপক মেহের সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মহাব্যবস্থাপক গৌতম সাহা আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল নির্বাহীবৃন্দ ও সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ অক্টোবর ২০২২ /এমএম


Array