Menu

প্যারিস বাংলা প্রেসক্লাবের নাম পরিবর্তন

বাংলানিউজসিএ ডেস্ক :: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ স্বার্থে প্যারিস বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো পরিবর্তন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এখন থেকে পরিবর্তিত নাম হবে ‘ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব’।

প্যারিসের ক্যাথসীমায় স্মৃতিমহল রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নাম পরিবর্তন করা হয়। এ বিষয়ে কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন নবগঠিত ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান বাবু , সহ-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, জাকির হোসেন, মিজানুর রহমান, আব্দুল আজিজ সেলিম, শাহ সোহেল, নুরুল ইসলাম, রেজাউল করিম, রুহুল আমিনসহ আরো অনেকে।

ফ্রান্সে বর্তমানে লক্ষাধিক বাংলাদেশির বসবাস। শুধু প্যারিসে নয় তুলুজ, মার্সাই, রেন, দিজোঁসহ বিভিন্ন শহরে এখন বাংলাদেশিরা বসবাস করছেন এবং গড়ে উঠেছে বৃহৎ কমিউনিটি।

এ দেশে ব্যাপক পরিসরে বাংলাদেশিদের আগমন এবং ফ্রান্সের মূল ধারার সঙ্গে একীভূতকরণের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা যেমন রয়েছে, তেমনি গড়ে উঠেছে বাংলাদেশিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

বাংলানিউজসিএ/ঢাকা/০৮ জুন ২০১৯/ইএন


Array

এই বিভাগের আরও সংবাদ