Menu


ঈদে প্রবাসী আয়ে রেকর্ড!

বাংলানিউজসিএ ডেস্ক :: ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি মে মাসে রেকর্ড পরিমাণ অর্থ দেশে এসেছে। মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে যা মাসের হিসাবে এযাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১ হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বেশি। আর ২০১৭ সালে এসেছিল ১ হাজার ৩৫৩ কোটি ডলার।
সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ মে ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ