Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: এশিয়া ওয়ান ম্যাগাজিনের বিচারে ২০১৮-১৯ সালে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার তালিকায় এলেন আব্দুল মোনেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সার্ভিসইন্জিন লিমিটেড এর চেয়ারম্যান এ.এস.এম. মহিউদ্দিন মোনেম। গত বুধবার (১ মে) দুবাইয়ের জে. ডাব্লিও ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার্লড’স গ্রেটেস্ট ব্র‌্যান্ড এন্ড লিডার’ পুরস্কার প্রদান করা হয়।

রাজনীতি, ধর্ম থেকে কর্পোরেটসহ সমাজের বিভিন্ন অংশে অবদানের জন্য একশ জন নিয়ে করা এই তালিকায় মহিউদ্দিন মোনেম শ্রেষ্ঠ নির্বাচিত হন।

এশিয়া ওয়ান ম্যাগাজিন, ইউ ডব্লিউ জি মিডিয়া কন্সাল্টিং পি. এল এর একটি আন্তর্জাতিক মিডিয়া হাউস। ৫ম বারের মতো করা এই আয়োজনে তারা বৃহত্তর এশিয়ার ১৬ টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করে থাকে।

বাংলানিউজসিএ/ঢাকা/ মে ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ