বাংলানিউজসিএ ডেস্ক :: সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পাঁচ দিন বন্ধ থাকবে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের সব ধরনের সেবা।
ব্যাংক কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকদের মোবাইল ফোনেও বার্তাটি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেড প্রক্রিয়ার জন্য আগামী ১৪ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ১৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের সব শাখা, এটিএম বুথ, পিওএস ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।
এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং গ্রাহকদের এসএমসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান ব্যাংকটির এক কর্মকর্তা।
বাংলানিউজসিএ/ঢাকা/১৩ মার্চ ২০১৯/ইএন
Array