Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ফ্রান্সে ইউরোপিয়ান বাংলাদেশ বুড্ডিস্ট সেন্টারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।ফ্রান্সে ইউরোপিয়ান বাংলাদেশ বুড্ডিস্ট সেন্টারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।রবিবার প্যারিসের অদূরে লা করনভে প্রবাসী বৌদ্ধদের প্রতিষ্ঠিত ইউরোপিয়ান বাংলাদেশ বুড্ডিস্ট সেন্টারের স্থায়ী বিহারে এ দানোৎসব অনুষ্ঠিত হয়।

সকালে সংঘদানের মধ্য দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে পঞ্চশীল প্রার্থনা করেন বিকাশ বড়ুয়া।শ্রীলংকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আনন্দ নায়েকে থেরোর সভাপতিত্বে বাবু ও প্রণব কুমার বড়ুয়া জিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্ম দেশনা করেন প্রিয় নায়েকা থের, চন্দ্রজ্যোতি থের, আনন্দমিত্র ভিক্ষু ও কল্যাণরত্ন ভিক্ষু। এছাড়াও এতে বক্তব্য রাখেন বাবু দেশপ্রিয় বড়ুয়া টিংকু, পিনু বড়ুয়া ও প্রমোদ বড়ুয়া। পরে প্যারিসের স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দানোৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে একুশে পদকে ভূষিত পণ্ডিত সত্যপ্রিয় মহাথের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ অক্টোবর ২০১৯/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ