Menu

বাংলানিউজসিএ ডেস্ক ::  ১১ দফা দাবিতে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের সঙ্গে বুধবার বিকালে বৈঠকে বসছে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিকাল ৫টার দিকে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি আমরা। আশা করছি, আজই সংকটের সুরাহা হয়ে যাবে।

মিরপুরে বিসিবি কার্যালয়ে নিজামউদ্দিন বলেন, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আমাদের কথা হয়েছে। বৈঠক করতে সম্মত হয়েছেন ক্রিকেট বর্জন করা খেলোয়াড়রা।পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন সাকিব-তামিমরা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।

সাকিব-তামিমদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে গেছে বিসিবি। তাদের দাবিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।অবশেষে বরফ গললো দুই পক্ষের। উভয়ই আলোচনায় বসতে সম্মত হয়েছে। এ থেকে ইতিবাচক কিছুর প্রত্যাশা করা হচ্ছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ অক্টোবর ২০১৯/ এ.ওয়াই


Array

এই বিভাগের আরও সংবাদ