প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাথরুমের কমোড, পানির দাগ কিংবা নোংরা— ঘষে ঘষে পরিষ্কার করতে হলে ভরসা করতে হয় সেই ভারি রাসায়নিকের ওপরই। আর তাতে দ্রুত ক্ষয়ে যেতে থাকে মেঝে থেকে কমোড-বেসিন। যেমন বাথরুমের মেঝে থেকে কমোডের হলুদ-কালো দাগ সরাতে অনেকেই অ্যাসিড ব্যবহার করেন। কয়েক বছরের মধ্যেই রুক্ষ হয়ে যাবে মেঝে। আর তাতে ময়লা আরও বেশি জমে যাবে। উপরন্তু পরিবেশ দূষণের জন্যও এ উপাদানগুলো দায়ী।
বাথরুমের কমোড পরিষ্কার করতে ভরসা করুন ভারি রাসায়নিকের ওপর। আর তাতে ক্ষয় হয় দ্রুত। কিন্তু কম ক্ষতিকারক ক্লিনজার তৈরি করেও বাথরুম পরিষ্কার করতে পারেন আপনি। আর তাতে আপনার পরিশ্রমও কম, দূষণও কম। আবার বেশি কার্যকরও। তবে সবচেয়ে জরুরি বিষয়, এ পদ্ধতি খরচসাপেক্ষ নয়।
আর কমোডে জমে থাকা দাগ দূর করতে টয়লেট পেপারের সঙ্গে শুধু সাদা ভিনেগার ব্যবহার করুন। টয়লেট পেপার ভিনেগার দিয়ে ভিজিয়ে দাগযুক্ত স্থানে লাগিয়ে রাখুন, যা রাসায়নিক ক্লিনার ছাড়াই দাগ তুলে ফেলতে সাহায্য করবে এবং বাথরুমের ক্ষতি করবে না।
বেশ খানিকটা টয়লেট পেপার নিয়ে ভিনিগারে চুবিয়ে দিন। তার পর কমোডে রেখে দিন। ফ্লাশ করবেন না বেশ খানিক ক্ষণ। কারণ ভিনিগার ধীরে ধীরে টয়লেট পেপার থেকে কমোডে ছড়িয়ে পড়বে। দাগগুলোর সংস্পর্শে থাকবে অনেকক্ষণ। ভারি রাসায়নিক ছাড়াই এ পদ্ধতিতে কমোড পরিষ্কার করতে পারবেন। আপনাকে হাতও দিতে হবে না।
ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিড যে কেবলই ব্যাক্টেরিয়া মারতে পারে, তা-ই নয়, জমে থাকা ময়লাকে নরম করে দিতে পারে। ফলে পরিষ্কার হয় দ্রুত। তা ছাড়া এটি বিষাক্ত নয়, প্রকৃতিতে সহজে মিশে যেতে পারে এবং সেপ্টিক সিস্টেমের জন্য নিরাপদ বিকল্প।
ধীরে ধীরে কোনো উপাদান বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য কার্যকরী টয়লেট পেপার। ভিনিগারে ভিজিয়ে তা সরাসরি কমোডে ফেলে রাখলে দীর্ঘক্ষণ ধরে দাগের সংস্পর্শে থাকতে পারে। সরাসরি ভিনিগার ঢেলে দিলে যা কখনই হয় না। ব্রাশ দিয়ে ঘষে ঘষে দাগ তোলার ঝক্কিও নেই। এদিকে রাসায়নিকের প্রয়োজনও নেই।
টয়লেট পেপার ও ভিনিগার— এই দুইয়ের সংমিশ্রণে কমোডের দাগ উধাও হবে। অক্সফোর্ড অ্যাকাডেমির ‘জার্নাল অব অ্যাপ্ল্যায়েড মাইক্রোবায়োলজি’-তে প্রকাশিত এক গবেষণাপত্রে দাবি করা হয়েছিল— ভিনিগারে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিড নানাবিধ ব্যাক্টেরিয়া নাশ করতে বেশ কার্যকরী। যেমন ই-কোলাই, স্যালমোনেল্লার মতো ব্যাক্টেরিয়া, যেগুলো সচরাচর টয়লেটে বাসা বাঁধে, সেগুলো দূর করা যায় সহজেই। আবার বাথরুমের মেঝে থেকে কমোডের হলুদ-কালো দাগ সরাতে অনেকেই অ্যাসিড ব্যবহার করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০২৫ /এমএম





