Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: বরফ আচ্ছন্ন কানাডার প্রকৃতির গ্রীষ্মের এই সময়টায় প্রবাসীরা ফিরে পান এক ভিন্ন আমেজ ও ভিন্নতা। একে অপরের সান্নিধ্যে আসার উপযুক্ত সময় হিসেবে গ্রীষ্মের এই সময়টাকেই তাঁরা বেছে নেন। চলে যান প্রকৃতির দৃশ্য অবলোকনে, ক্যাম্পেইন সহ আরো নানা আয়োজনে।

এমনই এক অভূতপূর্ব শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির পরিবেশে সম্পন্ন হয়েছে “বগুড়া সোসাইটি অফ ক্যালগেরি’র বার্ষিক বনভোজন। কানাডার ক্যালগেরি’ শহরের অদূরে স্টাথ মোর কিনসম্যান পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উদযাপন হিসেবে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের সমাগমে আনন্দ উচ্ছ্বাসে প্রবাসীরা মেতেছিল অন্য রকম এক মিলনমেলায়।

প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ছোট শিশু কিশোর আর পরিবার পরিজনের মিলন মেলার সাথে বাড়তি যোগ হয়েছিল ঐতিহাসিক বগুড়া’র প্রসিদ্ধ বিখ্যাত আলু ঘাঁটি সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।

সারাদিন ব্যাপী এই বোনভোজনে ছিল ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা, ছিল বড়দের বিভিন্ন ধরনের খেলা। পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন সম্পন্ন হয়।

ধরনের আয়োজন শুধু প্রবাসে বাঙালি ঐক্য ও সংস্কৃতিকেই তুলে ধরে না, বরং ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেও ভূমিকা রাখে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ আগস্ট ২০২৫ /এমএম

 


Array