Menu

যুক্তরাষ্ট্রে চ্যারিটি শো নিয়ে কনকচাঁপার ব্যস্ততা

বাংলানিউজসিএ ডেস্ক :: চলতি মাসের শুরুর দিকে ফোবানা সম্মেলনে অংশ নিতে আমেরিকা গিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কনকচাঁপা। সম্মেলন শেষে দেশটির কয়েকটি রাজ্যে বাংলাদেশিদের আয়োজনে চ্যারিটি শো’তে অংশ নিয়েছেন এ সঙ্গীতশিল্পী।

এরইমধ্যে তিনি নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, আটলান্টায় আয়োজিত চ্যারিটি শো’গুলোতে অতিথিশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় একটি শো’তে অংশ নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

এসব অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে অংশগ্রহণ প্রসঙ্গে মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে কনকচাঁপা বলেন, ‘মানুষ যে আমাকে এখনও এত ভালোবাসে সেটা এখানে শোগুলো না করলে বুঝতে পারতাম না। সত্যি আমি মুগ্ধ। গেল ১১ সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন।

খুব ইচ্ছা ছিল এবারের জন্মদিনে দেশে থাকার। কারণ এবার আমি ৫০-এ পা দিয়েছি। কিন্তু থাকতে পারিনি। যুক্তরাষ্ট্রে আমার না থাকার ইচ্ছার পরও এখানে সবার আবেগ, ভালোবাসার কাছে আমি হেরে গেছি।আমার জন্মদিনকে ঘিরে এখানে যারা ছিলেন তারা যে আয়োজন করেছিলেন তাতে আমি অভিভূত। এই ভালোবাসার সত্যিই কোনো তুলনা হয় না। তাই তাদের ছেড়ে আসতে পারিনি।’ চলতি মাসের শেষের দিকে দেশে ফিরে আবারও নিয়মিত গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত হবেন বলে জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ