Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  শীত চলে এসেছে। এ শীতে আবার সাজসজ্জা মানায় বেশ। এ সময়ে গৃহসজ্জায় নজর দেওয়া হয় বেশি। তবে ঘর সাজানোর কথা চিন্তা করলেই সবার আগে মাথায় আসে বসার ঘরের বিষয়। এর কারণও আছে অনেক। বিশেষ করে অতিথিদের জন্য। অতিথিরা এলে এ রুমেই বসতে দেওয়া হয়। আবার পরিবারের সবাই মিলে টিভি দেখা, আড্ডা, বই পড়া, বাইরে থেকে এসে বিশ্রামের জন্য এ ঘরেই সময় কাটিয়ে থাকেন। তাই এ ঘরের সাজ হওয়া চাই একটু মধুর। চলুন জেনে নেওয়া যাক কি কি উপায়ে বসার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়।

ফ্লোর সাজাবেন যেভাবে

বসার ঘরের সাজে শুরুটা করতে পারেন বর্ণিল নান্দনিক নকশার কার্পেট, ফ্লোর ম্যাট কিংবা শতরঞ্জি দিয়ে। বাজারে দুই ধরনের কার্পেট রয়েছে-একটি পিস কার্পেট অন্যটি ওয়াল টু ওয়াল কার্পেট। মূলত পিস কার্পেট গৃহের জন্য ব্যবহৃত হয়ে থাকে। শীতকালে আর এর চাহিদা ব্যাপক বেড়ে যায়। এটি শীতে মেঝের ঠান্ডা থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে। একই সঙ্গে নান্দনিক বাহারি রং ও কারুকার্য ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। আপনার সুবিধামতো বিভিন্ন পিসের কার্পেট কিনতে পারবেন ১ হাজার ৮০০ থেকে ১২ হাজার টাকায়।

আসবাবপত্র দিয়ে যেভাবে সাজাবেন

বসার ঘরে কোন ফার্নিচার দিয়ে সাজাবেন তা নির্ধারণ করার আগে আপনার বসার ঘরের আয়তন সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। বসার ঘর একটু বড় হলে দেওয়ালজুড়ে একটা বইয়ের তাক বানাতে পারেন। টিভি দেখার পাশাপাশি অবসরে বই পড়ার চমৎকার জায়গা হতে পারে এটি। যদি বসার ঘর একটু বড় হয়, তা হলে একপাশে উঁচু সোফা ব্যবহার করতে পারেন এবং অন্যপাশে মেঝেতে ফোম বিছিয়ে ছোট-বড় নানা ধরনের কুশন রাখতে পারেন। এটা আপনার বসার ঘরকে আরও আকর্ষণীয় করে তুলবে। এছাড়া লো হাইট সোফা বা ফ্লোরিংয়ের সঙ্গে কয়েকটি মোড়া বা টুলও রাখতে পারেন। দুই সোফার মাঝে রাখতে পারেন ল্যাম্প শেড। তার ভেতরে ইচ্ছামতো রঙের বাতি। রাতে সেটা জ্বেলে দিলে জমকালো আবহ সৃষ্টি করবে। আবার সোফার সঙ্গে সংযুক্ত টেবিলের ওপর ফুল বা কৃত্রিম ক্যান্ডেলের সুভাস আপনার ঘরকে মুগ্ধকর করে তুলবে।

দেওয়াল সাজাবেন যেভাবে

এছাড়া বসার ঘরের দেওয়ালে বিভিন্ন পেইন্টিং, ক্যানভাস, ফ্যামিলি ফটোফ্রেম রাখতে পারেন। দেওয়ালে শো পিস র‌্যাকও রাখতে পারেন। বসার ঘরে ঢোকার দরজায় থাকতে পারে নানা ডিজাইনের ডোরঘণ্টি। এছাড়া বসার ঘরে এখন অনেকেই ফল্স সিলিং ও স্পট লাইট ব্যবহার করেন। যা ড্রইং রুমকে দেয় এক অভিজাত চেহারা।

ফেব্রিক

অনেক সময় সঠিক ফেব্রিক উপস্থাপন করতে না পারার কারণেও বসার ঘরের সৌন্দর্য ফুটে ওঠে না। যেমন সোফার ফেব্রিক সিলেক্ট বসার ঘরের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক্ষেত্রে লাইট কালারের ওয়ালের সঙ্গে হালকা কন্ট্রাস্ট কালারের ফেব্রিক খুব ভালো মানায়। ডিপ কালারের ফেব্রিকও সিলেক্ট করতে পারেন যদি আপনার বসার ঘর খুব বেশি ব্যবহার হয় এতে আপনার ফেব্রিক ময়লা দেখাবে না। সোফাতে স্টেইন প্রুফ ফেব্রিক সিলেক্ট করুন। এ ফেব্রিকের একটি বিশেষত্ব হচ্ছে এটিতে কোনো ধরনের লিকুইড পড়লে তা সঙ্গে সঙ্গে মুছে ফেললে সেখানে কোনো ধরনের দাগ পড়ে না। এছাড়া বসার ঘরে দরজা-জানালা থাকলে ভারী পর্দা ব্যবহার করতে পারেন। এতে শীতের ঠান্ডা হাওয়া থেকে রেহাই পাবেন। তবে পর্দা কিংবা আসবাবপত্রের ক্ষেত্রে রুচি অনুযায়ী রং বাছাই করতে পারেন। তা ছাড়া গবেষণায় দেখা গেছে-লাল, সবুজ, হলুদ, নীলের সঙ্গে হালকা বাদামি রঙের কম্বিনেশন বসার ঘরে মানুষের মধ্যে আড্ডার আমেজ তৈরি করে। তাই আপনি চাইলে এ ধরনের নান্দনিক রং ব্যবহার করতে পারেন।

আলোকসজ্জা

ড্রইং রুম সাজাতে ঝাড়বাতির ব্যবহার খুবই কমন। একটি সুন্দর ঝাড়বাতি আপনার ড্রইং রুমের পুরো আবহই পরিবর্তন করে দিতে পারে। এছাড়া ড্রইং রুমের কোনায় একটি বড় ল্যাম্পও কিন্তু দিতে পারে আপনার ড্রইং রুমকে একটি অভিজাত ও রুচিশীল লুক। তাছাড়া দিনের বেলায় বাইরের ঝলমলে আলোও ড্রইং রুমের শোভা বাড়ায়। সিলিংয়েও দিতে পারেন ঝাড়বাতি। কম খরচে চাইলে রঙিন হ্যাংগিং বাতি ব্যবহার পারেন।

বুক শেলফ

ছুটির দিনে একটু আরাম আয়েশ করে পছন্দের বই পড়া অনেকেরই শখ। অনেকেই আবার ড্রইং রুমে নিজের পছন্দের বইগুলো সাজিয়ে রাখতে চায়। এতে করে ড্রইং রুমের সৌন্দর্য যেমন বাড়ে এর পাশাপাশি বাসায় থাকা মানুষগুলো যে মেধা ও মননের প্রতি আগ্রহী তারও একটি বহিঃপ্রকাশ ঘটে একটি সুন্দর বুক শেলফে জনপ্রিয় কিছু লেখকের বই সাজিয়ে রাখার মাধ্যমে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ নভেম্বর ২০২৪ /এমএম