Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে স্বজনদের কাছে প্রবাসীদের পাঠানো আয়ে উল্লম্ফন হয়েছে সদ্য সমাপ্ত অক্টোবর মাসে। এই মাসটিতে এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে ১৬ দশমিক ৭৫ শতাংশ বেশি। ২০২৩ সালের অক্টোবরে ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।এছাড়া ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯.৮৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা রবিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ৬১ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে প্রায় ১২ কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৪ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

এই মাসে ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স পাঠাননি প্রবাসীরা। ব্যাংকগুলো হলো- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাবাক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে- কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক। আর বিদেশি খাতের মধ্যে রয়েছে- হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।এর আগে গেল সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আর আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ নভেম্বর ২০২৪ /এমএম