প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কেএফসি’র মেন্যুতে যোগ হলো বিশ্বজুড়ে প্রশংসিত টুইস্টার আইটেম ‘টোস্টেড টুইস্টার’। এর প্রতি কামড়ে ক্রিস্পি লেটুস, টমেটো এবং পেঁয়াজের সংমিশ্রনে এক অসাধারণ স্বাদ মিলবে।নরম টর্টিয়া দিয়ে মোড়ানো ক্রিসপি চিকেনের সঙ্গে রয়েছে ক্রিমি ভেজ মায়ো এবং স্পেশাল হট সস।কেএফসির পক্ষ থেকে জানানো হয়েছে- ভোক্তারা দেশের যেকোনো স্থান থেকে আইটেমটি টেস্ট করতে পারবেন। প্রতিটি কেএফসি আউটলেটে টুইস্টার পাওয়া যাচ্ছে; এছাড়াও কাস্টমাররা তাদের পছন্দ ও সুবিধা অনুযায়ী ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফর ডেলিভারি এবং কেএফসি অ্যাপেও অর্ডার করতে পারবেন। অনলাইন অর্ডার করতে ভিজিট করুন: www.kfcbd.com/menu/twisterট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও, অমিত দেব থাপা বলেন, বিশ্বজুড়ে প্রশংসিত টুইস্টার এবার বাংলাদেশের মানুষের মন জয় করতে আমরা নিয়ে এসেছি। সর্বোচ্চ মান ধরে রাখতে পারায় আমরা বদ্ধপরিকর।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ অক্টোবর ২০২৪ /এমএম