Menu

তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলানিউজসিএ ডেস্ক :: বিগত বছরগুলোর মত এবছরেও বাংলাদেশ দূতাবাস, আংকারার পক্ষ থেকে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে স্নাতক, স্বাতকোত্তর ও পিএইসডি কোর্সে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ হাউজে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী। এছাড়া, আংকারাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৯ সালে স্নাতক, স্বাতকোত্তর ও পিএইসডি কোর্সে উত্তীর্ণ ৩০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন। তারা তাদের বক্তব্যে বলেন যে, বিদেশস্থ দূতাবাস কর্তৃক এভাবে সংবর্ধিত হতে পেরে নিজেদেরকে সম্মানিত বোধ করছেন। সম্মান প্রাপ্তি মেধা বিকাশের ক্ষেত্রে সকল ছাত্র-ছাত্রীদের উৎদীপ্ত করবে মর্মে শিক্ষার্থীরা মত প্রকাশ করেন।এছাড়া, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে তুরস্কে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানসহ পেশাগত জীবনে অর্জিত বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন।

সমাপনী বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গী শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্রুত অগ্রসরমান বাংলাদেশে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ অর্জনে সরকারের যে অভিষ্ট লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নে মেধাবী তরুণদের ভূমিকা পালনে তিনি আহ্বান জানান। তিনি এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন, নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসাবে তাঁদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ