Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নয়া দিল্লি ব্যুরো চিফ এবং ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার (এফসিসি) গভর্নিং কাউন্সিল (জিসি) সদস্য আমিনুল ইসলাম মির্জার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) তাকে বিদায় জানাতে, এফসিসি ক্লাব প্রাঙ্গণে একটি সংবর্ধনা এবং নৈশভোজের আয়োজন করে এফসিসি। টানা তিন মেয়াদে দক্ষিণ এশিয়া ভিত্তিক বিদেশি সাংবাদিকদের নিয়ে গঠিত ক্লাব ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি) এর গভর্নিং কমিটির সদস্য ছিলেন আমিনুল ইসলাম মির্জা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফসিসি’র সভাপতি ও প্রবীণ সাংবাদিক এস ভেঙ্কট নারায়ণ, সহ-সভাপতি ড. ওয়ায়েল আওয়াদ, সাধারণ সম্পাদক প্রকাশ নন্দা, কোষাধ্যক্ষ পিএম নারায়ণন, মন্ত্রী (প্রেস), বাংলাদেশ হাইকমিশন শাবান মাহমুদ, কিয়োডো নিউজ জাপানের ব্যুরো চিফ শোইচিরো তাকাজি, সিমরান সোধি, নির্বাহী কর্মকর্তা সম্পাদক, এনআরআই ফোকাস, আরব নিউজের সঞ্জয় কুমার, কান্তিপুর মিডিয়া গ্রুপের নিউ দিল্লি ব্যুরো চিফ রাজেশ কুমার মিশ্র এবং আগা জিলানি, ব্রিকস জার্নাল, এস আফ্রিকা, সংবর্ধনায় যোগ দিয়েছিলেন। উল্লেখ্য, ১৯৫৮ সালে এফসিসি যাত্রা। এতে দেড় শতাধিক বিদেশি সংবাদ দাতাসহ বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৫০ জন সদস্য রয়েছে। এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেসক্লাবের সদস্য।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ মার্চ ২০২৪ /এমএম