Menu

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  মক্কায় হজ করতে যাওয়া হাজারো অনিবন্ধিত হজযাত্রীকে পবিত্র শহর মক্কা থেকে বের করে দিয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। সাম্প্রতিক সময়ে পবিত্র শহর মক্কা থেকে এক লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি নাগরিককে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। তারা বিদেশ থেকে ফ্লাইট নিয়ে সৌদি আরব এলেও তাদের বেশিরভাগই এসেছেন ট্যুরিস্ট ভিসায়।

হজ ভিসা না নিয়ে আসার কারণে তাদের মক্কা থেকে বের করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম এসপিএ। এছাড়া আরও এক লাখ ৭১ হাজার ৫৮৭ জন মানুষকেও মক্কা থেকে বের করা হয়েছে, যারা মূলত সৌদি আরবের বাসিন্দা, কিন্তু তারা মক্কার অধিবাসী নন এবং তাদের হজ করার অনুমতি নেই।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১০ জুন ২০২৪ /এমএম


এই বিভাগের আরও সংবাদ