Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  বাংলাদেশের কৃষ্টি কালচারকে প্রবাসের মাটিতে তুলে ধরতে জার্মানির পশ্চিমের শহর মুনস্টারের বাংলাদেশ কমিউনিটির সংগঠন, বাংলাদেশি সংস্কৃতি ও সামাজিক অ্যাসোসিয়েশন (BKSZM) কর্তৃক রবিবার স্থানীয় একটি হলরুমে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি তোফায়েল রনির তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুলের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ কমিউনিটির সদস্যরা।

আয়োজকরা বলেন, মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে জীবনের তাগিদে অবস্থান করলেও মা-মাটির কিংবা শিকড়ের টানে বারবার ফিরে যেতে ইচ্ছে করে পৌষ পার্বনের সেই পিঠা খাওয়ার দিনগুলোর কথা। পৌষের পিঠাপুলি যেন বাঙালি কৃষ্টি কালচারেরই একটি অংশ। সেই কালচারকে হৃদয়ে লালন করে এবং দ্বিতীয় প্রজন্ম তথা প্রবাসীদের কাছে দেশীয় সংস্কৃতিতে তুলে ধরার জন্যই এই পিঠা উৎসবের আয়োজন।

দুপুরের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে মুনস্টারে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা একত্র হয়ে পরস্পর কুশল বিনিময়ের মাধ্যমে শুরু হয় পিঠা মেলার সূচনা। পরবর্তী সময়ে প্রায় অর্ধশত রকমের মজাদার এবং নকশী সংবলিত পিঠা প্রদর্শনীর মাধ্যমে পিঠা উৎসবের মূল আনুষ্ঠিকতা শুরু হয়।প্রবাসে শত ব্যস্ততার মাঝেও পিঠা মেলায় আগত অতিথিদের এ সময় উৎফুল্ল এবং আত্মতৃপ্তি পরিলক্ষিত হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২৩ /এমএম