বাংলানিউজসিএ ডেস্ক :: বর্ণিল আয়োজনে নিউইয়র্কের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করলো শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে স্থানীয় সময় শনি ও রবিবার নিউইয়র্কের ব্রুকলিন, ব্রঙ্কস, জ্যামাইকা, উডসাইড ও জ্যাকসন হাইটসের বিভিন্ন মন্দিরে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করে শুভ জন্মাষ্টমী।
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ-এর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠিত হয়। রবিবার উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দিরে সকাল থেকেই এ উপলক্ষে ছিলো নানা আয়োজন। এরমধ্যে ছিলো গীতা পাঠ, অষ্টোত্তর শতনাম, গীতিআলেখ্য, শিশু কিশোরদের অনুষ্ঠানসহ ভক্তিমূলক গান।
আলোচনা পর্বে বক্তারা বলেন, শাস্ত্র মতে রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। যিনি দুষ্টের দমন, আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন অগণিত ভক্তকে। হিন্দু পুরাণ মতে, অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেন বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী হয়ে আসুরীক শক্তিকে বিনাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ এক উজ্জল দৃষ্টান্ত।
বক্তারা আরও উল্লেখ করেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন আর হানাহানি দূর হোক। ধর্ম, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক বিশ্বময়। উপস্থিত ছিলেন সুশীল সাহা, অধ্যক্ষ নবেন্দু দত্ত, সাংবাদিক কলামিস্ট শীতাংশু গুহ, বিজয় কৃষ্ণ ভৈামিক, প্রকৌশলী রণজিৎ রায়, সবিতা দাস, প্রণব চক্রবর্ত্তী, উইলী নন্দী প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ অংশে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগরকীর্ত্তন। এদিন শোভাযাত্রাটি উডসাইডের ৫৭ স্ট্রিট মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী হিন্দু নারী পুরুষ ও শিশুরা অংশ নেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ আগস্ট ২০১৯ / এমএম