প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিন বাংলাদেশি। ১২তম আসরের এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দৃষ্টিহীন হাফেজ আবু জাফর শাকিলসহ হাফেজ জিবরিল বিন নাছিরী ও ক্বারি রফিক আহমদ ওসমানী। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের ৬৭ দেশের হাফেজ ও ক্বারিরা।
কুয়েতের ক্রাউন প্লাজায় ৯ই নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতাটি চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলছে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করছেন হাফেজ জিবরিল বিন নাছিরী, বড় গ্রুপ থেকে প্রতিযোগিতা করছেন হাফেজ আবু জাফর শাকিল এবং ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করছেন রফিক আহমদ ওসমানী।উল্লেখ্য, ২০২২ সালেও বিশ্ব কোরান প্রতিযোগিতায় ১১৭ টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশি হাফেজ আবু রাহাত তৃতীয় স্থান অর্জন করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ নভেম্বর ২০২৩ /এমএম