Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার থেকে কার্ডধারীদের কাছে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কার্ডধারী মাসে দুই কেজি করে পেঁয়াজ পাবেন।রবিবার টিসিবি ঢাকা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছরের আলোকে লিন পিরিয়ড বিবেচনায় সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি করা হবে। এই কার্যক্রম টিসিবি আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে পরিচালনা করবে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ দুই কেজি করে পিঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তামূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ অক্টোবর ২০২৩ /এমএম


Array