Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  বাজারে চাল, ডাল, পেঁয়াজ ও সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা থেকে ৩০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মোটা চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।শুক্রবার রাজধানীর বিভিণ্ণ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরজমিনে ঘুরে জানা গেছে, হাতিরপুল, শান্তিনগর বাজার ও রামপুরা বাজারে পাইজাম ও ব্রি ধান-২৮ চাল ৫২ টাকা থেকে ৫৮ টাকা ছিল। তবে এক সপ্তাহের ব্যবধানে মানভেদে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট ৭০ টাকা, নাজিরশাইল চাল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, পাঙাশ ২২০ টাকা, বোয়াল ৮০০ থেকে ১২০০ টাকা, শিং ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কাতল ৩৫০ টাকা, চিংড়ি ৭০০ থেকে এক হাজার টাকা, মৃগেল ৩৫০ টাকা, কই মাছ ২৮০ টাকা, পোয়া মাছ ৪৫০ টাকা, রুই মাছ ৪০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে এক হাজার টাকা, তেলাপিয়া ২২০ টাকা, মাগুর মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, কাতল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা ৮৫০ থেকে ৯০০ টাকা, ইলিশ আকার ভেদে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, পেঁপে ৪৫ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, আলু ৪৫ টাকা, টমেটো ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিটি লাউ ১০০ টাকা, প্রতি আঁটি কলমি শাক ১৫ টাকা, প্রতি আঁটি পাটশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালি মুরগি ৩৫০ টাকা, লেয়ার মুরগি ৩৮০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৭৮০ টাকা, খাসির মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি রসুন ২২০ থেকে ২৩০ টাকা, আমদানি করা রসুন ২৩০ থেকে ২৫০ টাকা, ইন্দোনেশিয়ার আদা ২৫০ থেকে ২৬০ টাকা, মিয়ানমারের আদা ২৫০ থেকে ২৮০ টাকা, খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৪ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৫৪ টাকায় বিক্রি হচ্ছে।

হাতিরপুল এলাকার ক্রেতা রুহল বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি। সরকারকে আরও কড়া নজর দিতে হবে বাজারে।’হাতিরপুল এলাকার মুদি দোকানদার খসরু বলেন, ‘বাজারে পেঁয়াজসহ সবকিছুর দাম বেশি। আমরা নিজেই বেশি দামে কিনে আনি। ফলে বেশি দামে বিক্রি করি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ সেপ্টেম্বের ২০২৩ /এমএম

 


Array