প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রবাসীদের আরও একটি স্বপ্ন পূরণ হলো। ইতালির রোমের পরে এবার মিলান থেকে শুরু হলো বহুল প্রতিক্ষিত ই-পাসপোর্ট সেবা। মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।এর মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানে উত্তর ইতালি প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের যাত্রা শুরু হলো।অনুষ্ঠানে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, ই-পাসপোর্ট প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন। আগামীতে প্রবাসীদের জন্য ইতালিতে এনআইডি কার্যক্রম চালুর প্রক্রিয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ সময় রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে শেষে রাষ্ট্রদূত চারজন প্রবাসীর হাতে প্রথমবারের মতো নতুন ই-পাসপোর্ট তুলে দেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ইতালি সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে ই-পাসপোর্ট সেবা চালুর ঘোষণা দেন। এরই ধারবাহিকতায় মিলানে ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেন। মিলানের মতো বাণিজ্যিক প্রাণকেন্দ্রে ই-পাসপোর্ট চালুর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রবাসীরা।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ আগস্ট ২০২৩ /এমএম