Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  চলছে ঈদের দ্বিতীয় দিন। এমনিতেই নিত্যপণ্যের বাজার মানুষের নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ ৬০০ টাকায় গিয়ে ঠেকেছে।বিক্রেতারা বলছেন, পরিবহন কম থাকায় এবং বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কম। ফলে বাজারে কাঁচা মরিচের দাম অতিরিক্ত।

ক্রেতারা বলছেন, পরিবহন ও বৃষ্টির দোহাই দিয়ে কাঁচা মরিচের দাম বাড়ানো ব্যবসায়ীদের কারসাজি।রামপুরা বাজারে সবজি বিক্রেতা চয়ন ঢাকা টাইমসকে বলেন, পাইকারি ৫৫০ টাকা করে কেজি প্রতি কেনা পরে। এর মধ্যে পরিবহন খরচ। তাই বাধ্য হয়ে ৬০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ঢাকায় গাড়ি কম। আর দেশের অন্য অঞ্চল থেকে ঢাকায় পণ্যবাহী গাড়ি আসছে না। তবে আসা আছে ঈদের ছুটির পর আবার স্বাভাবিক হবে বাজার।

রামপুরা বাজারের ক্রেতা আশিকুল ইসলাম বলেন, কাঁচা মরিচের এতো বেশি দাম কল্পনাও করতে পারিনি। ৬০০ টাকা কেজি ভাবা যায়? ২০ টাকার কাঁচামরিচ নিতে গেছিলাম দোকানদার আমাকে নিয়ে হাসে। কী একটা অবস্থা!

অন্যদিকে প্রতি কেজি ঝিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৪০ টাকা, পেঁপে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।মগবাজার এলাকার তৌহিদ নামে এক ক্রেতা ঢাইমসকে বলেন, ‘কাঁচা মরিচ নিয়ে যা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে দেশের জন্য আগামীতে অশুভ কিছু আসছে।’

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ০১ জুন ২০২৩ /এমএম


Array