প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চোখ ধাঁধানো সব সৌন্দর্য ও হাজার বছরের ঐতিহ্য নিয়ে প্যারিসের অর্ধেক যেন সত্যিই বাস্তব আর অর্ধেক যেন কল্পনা। এবার সেই কল্পনার নগরীতে গত ১৭ জুন অনুষ্ঠিত হলো ‘বাংলার মেলা বৈশাখী উৎসব’। স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়েবার সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু। স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক মোঃ আলীর সঞ্চালনায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজনে ছিল দেশীয় আমেজ। পুরোটাই যেন বাঙ্গালিয়ানা। এ উপলক্ষে রাজধানী প্যারিসের জুরেস পার্কে বসেছিল বৈশাখী মেলা।
মেলার দেশীয় স্টলগুলোতে ছিল বাঙ্গালীর মুখরোচক সব খাবার থেকে শুরু করে দেশীয় পোশাকের সমারোহ। দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল জুরেস পার্ক। প্রবাসীদের পাশাপাশি ছিল ভিন দেশীদের উপস্থিতিও। বাঙ্গালীদের সঙ্গে তাদেরকেও নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
দর্শকদের দেশীয় আমেজ এবং বাড়তি আনন্দ দিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশ থেকে আগত নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন এবং বর্তমান প্রজন্মের লূইপার মনোমুগ্ধকর পরিবেশনা যোগ করেছিল মেলার বাড়তি মাত্রা। সঙ্গে ছিল স্থানীয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, মিষ্টি বিশ্বাস এবং প্রিয়াংকা পাল।
প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ২১ জুন ২০২৩ /এমএম