Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  অনেক নিম্নবিত্ত মানুষেরা এক কেজি গরুর মাংস চড়া দামের কারণে এখন কিনতে পারছেন না। ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম গ্রাম হিসেবে গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।এ বিষয়ে স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গ্রাহকদের কথা সব সময় চিন্তা করে স্বপ্ন। তাই এমন পরিস্থিতিতে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রাম গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ‘স্বপ্ন’।

যেসব আউটলেটে স্বপ্ন’র গরুরমাংস বিক্রি হয় সেসব আউটলেটে এখন থেকে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রামের (২৫০, ২০০, ১০০ গ্রাম. ৫০ গ্রাম) গরুর মাংস যে কোনো ক্রেতা কিনতে পারবেন।নিম্ন আয়ের মানুষদের মাংস কিনতে এসে ফিরে যেতে হবে না আর । শুক্রবার সকাল থেকে স্বপ্নর আউটলেটগুলোতে এমন সুবিধা পাবেন স্বপ্ন’র সকল গ্রাহকরা ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ মার্চ ২০২৩ /এমএম