Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পর্তুগালের রাজধানী লিসবনের আইপি-৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবদুল মমিন। তার দেশের বাড়ি সুনামগঞ্জ জিলায় ছাতক উপজেলার মাধবপুর গ্রামে।বুধবার (৮ফেব্রুয়ারি) রাত ৯টায় বাইসাইকেল করে ফুড ডেলিভারিতে কর্মরত আবস্থায় লিসবনের ব্যস্ততম হাইওয়ে আইপি -৭ এ পিছন থেকে কারের সাথে ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি।

পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাবুলেন্স ডাক্তার এসে মমিন ভাই কে স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে লিসবনসহ পুরো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ