Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দীর্ঘদিন করোনাভাইরাস অতিবাহিত হওয়ার পর ইতালি প্রবাসী ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামবাসীর আয়োজনে তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ইতালির ভেনিস থেকে তিনটি বাস যোগে প্রায় ১ শত ৬০ জনকে নিয়ে ভেনিসের পার্শবর্তী কর্তিনার উদ্দেশ্যে রওনা দেন।

মাঝ পথে যাত্রা বিরতি দিয়ে কর্তিনা পৌঁছালে সকলকে নিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয় । আব্দুল্লাহপুর গ্রামের ভেনিস প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও কিশোরগঞ্জ জেলা সমিতির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের নেতৃত্বে এই তুষার ভ্রমণের আয়োজন করা হয়।

ভূমি থেকে প্রায় ৩ হাজার ২০০ মিটার উচ্চতায় কেবল কারে করে বরফের চাদরে মোড়ানো পর্বত আরোহন করেন। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও নজরকাড়া মনোরম দৃশ্য দেখে আনন্দ উল্লাসে মেতে ওঠে।পরিশেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানে ১০ জনকে বিজয়ী ঘোষণা করেন।রবিবার একটি হলরুমে আনন্দঘন পরিবেশে পুরস্কার দেবেন আয়োজকগন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২৩ /এমএম